বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলবে কুমিল্লা জেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২১
news-image

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার গোমতী নদী রক্ষার শেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সদরের আমতলী এলাকায় গোমতীতে  ট্রাক্টরের সাহায্যে মাটি কাটার সময়  একটি ট্রাক জব্দ করা হয়।  এ সময় ট্রাক্টরটির মালিক মো: শাহজাহান পালিয়ে যায়।  জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ মাহমুদুল হাসান রাসেল  ০১টি গাড়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে  আনসার বাহিনী ও জেলা পুলিশ উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাইদ জানান, এই অভিযানে আমরা গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলতে চাই। নবাগত জেলা প্রশাসকের এই অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ।এখন থেকে জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে।

আর পড়তে পারেন