শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গান গেয়ে সন্তান হারা পুলিশ কর্মকর্তা স্মরণ করলেন তার আদরের কন্যা আনিকাকে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
গান ভালোবাসেন না এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। গান যেমনি মানুষকে বিনোদন দেয় তেমনি আবার আবেগে ভাষায়। লিখছিলাম এক সন্তান হারা পিতার গান গাওয়ার খবর। সন্তানের প্রতি ভালোবাসা নেই এমন মানুষ হয়তো দুনিয়াতে একটিও খুঁজে পায় সম্ভব নয়। আবার এমনও প্রবাদ রয়েছে সন্তান কু-সন্তান হলেও পিতা মাতা কু পিতা মাতা হননা। গত ৬ জুন সড়ক দূর্ঘটনা জনিত কারনে মৃত্যুবরণ করেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলির বড় মেয়ে আনিকা ইবনাত উল্লাহ (১৭)। আনিকা ছিলো ইস্পাহানি স্কুল এন্ড কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রি। অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলির ২ মেয়ে। এর মধ্যে বড় মেয়ের নাম ছিল আনিকা। ছোট মেয়ের নাম আতিকা (১৩)। সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সন্তান হারা পিতা গাইলেন একটি হৃদয় বিদারক গান। যার প্রতিটি লাইন তার কন্যাকে উৎসর্গ করা। একজন পিতার কাছে তার আদরের সন্তান হারানোর জ্বালা যে কতটা নির্দয় তা ফুটে উঠেছে গানটিতে। বুক ফাটা আর্তনাদ আর সন্তান হারানোর বেদনায় আবেগে আপ্লুত ছিলেন তিনি। হৃদয় বিদারক এ দৃশ্য কোন পিতা মাতারই কাম্য নয়। গানটির কলি ছিল “কোথায় আছো আনিকা তুমি, তোমাকে মাগো আমি আজো খুজি। যেখানে থাক মা তুমি-তোমাকে মাগোআমি আজও খুজি, প্রাণযে আমার কেদে যায়,কতদিন জান মা তোমাকে খুজে মরি” গানটির কথা সুর সংযোজন করেছেন ডি এ রেইন। ভিডিও ক্রেডিট আনিকার ছোট বোন আতিকার। কন্যা সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমনই একটি গান গেয়েছিলেন বিশ্ব বিখ্যাত কন্ঠশিল্পি হেমন্ত মুখোপাধ্যায়। “ সে গানটি ছিল আয়রে আমার কাছে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি” সে ছোট্র বেলা হয়তো আর কখনই আসবেনা। আনিকা যে এখন না ফেরার দেশে চলে গেছে। অফিসার ইনচার্জ মোঃ ওয়ালি উল্লাহ অলি তাইতো হেমন্তের মতই গান গেয়ে উঠলেন “কোথায় আছো আনিকা তুমি, তোমাকে মাগো আমি আজো খুজি। যেখানে থাক মা তুমি-তোমাকে মাগোআমি আজও খুজি” এ খোজাখুজি হয়তো মৃত্যুর আগ করবেন এ পুলিশ কর্মকর্তা। কেননা সন্তানকে ভালোবাসেননা এমন মানুষ এ পৃথিবীতে একটিও নেই। ওপারে ভালো থাকুক, আনিকা, এই সবার কামনা। শীঘ্রই হৃদয় বিদারক এই পুরো গানটি মিউজিক ভিডিও আকারে দেখবেন।

আর পড়তে পারেন