শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গত ৪৬ বছরের ইতিহাসে এই রকম প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন আমার চোখে দেখিনি -মাহফুজ উল্লাহ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচনের জন্য গঠিত আইন শৃঙ্খলা বাহিনীর সভায় বলেছেন জাতীয় নির্বাচন সুষ্ঠুতায় রেকর্ডে নন্দিত হয়ে থাকবে । তা নন্দিত না নিন্দিত হয়ে থাকবে ইতিহাসে। যে নির্বাচনে কেন্দ্রের পর কেন্দ্র বিরোধী জোট শূন্য ভোট পায়। ভোটের আগের রাতে সিল মেরে বাক্স ভরে ফেলা হয়। সেই নির্বাচন তো রেকর্ডে থাকবে-ই। কারণ গত ৪৬ বছরের ইতিহাসে এই রকম প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন আমার চোখে দেখিনি। ইতিহাসে রেকর্ডে থাকবে প্রধান নির্বাচন কমিশনারের অপকর্মের কথা।

সোমবার ডিবিসি টেলিভিশনের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহফুজ উল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে নির্বাচনের উদাহরণ দিয়ে, সব নির্বাচন সেই নির্বাচনের মতো করতে বলছেন। এটা তার মতো লোকের পক্ষেই সম্ভব । একমাত্র সরকারি দলের লোকজন ছাড়া প্রধান নির্বাচন কমিশনের করা একাদশ সংসদ নির্বাচন কেউ বলেনি সুষ্ঠু হয়েছে, দেশে এবং বিদেশে। কিছু পর্যবেক্ষক প্রথমে এই নির্বাচনকে সুষ্ঠ বললেও পরে তারা বক্তব্য প্রত্যাহার করে নেয়। তিনি বলেন,প্রধান নির্বাচন কমিশনার যে নির্বাচন করেছেন,এটার জন্য কেউ তাকে কিছু বলবে না, আর বললেও তার কিছুই হবে না। তিনি অন্য সব কমিশনারের মতো এক সময় অবসরে যাবেন। কখনো কোন সভায় বক্তব্য দেবেন নির্বাচন কিভাবে করতে হবে তার জন্য মানুষকে হেদায়েত করবেন। একটা ব্যাপার তার মনে রাখা উচিত,ইতিহাসে দায় বড়ই কঠিন,এদায় কাউকে ক্ষমা করে না, তাকেও করবে না।

আর পড়তে পারেন