শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণপিটুনির ভয়ে আইডি কার্ড সঙ্গে রাখছেন কুমিল্লার ভিক্ষুকরা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
ছেলেধরা সন্দেহে সারাদেশে কয়েকজন পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। অনেককে পিটিয়ে আহত করেছে। এই আতঙ্কে কুমিল্লার ভিক্ষুকরা সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ঘুরছেন। একই আতঙ্কে আছেন কুমিল্লার সব শ্রেণি পেশার মানুষ। এমনকি অনেকে রাতে বারান্দায় ঘুমাতেও ভয় পাচ্ছেন।

কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকা ভিক্ষা করতে আসা রহিমা বেগম ও সুলতানা খাতুনের কাছে দেখা গেছে এনআইডি কার্ড। সুলতানা খাতুন বলেন, ‘বিভিন্ন এলাকায় ছেলেধরা বলে পিটিয়ে মারা হচ্ছে। সে কারণে আমরা ভয়ে আছি। কখন ছেলেধরা বলে মারা শুরু করে। আগের তুলনায় কম বের হচ্ছি। পরিচিত এলাকার বাইরে ভিক্ষা করতে যাচ্ছি না। সঙ্গে আইডি কার্ড রাখছি। যাতে বিপদে পড়লে এটা দেখিয়ে বাঁচতে পারি।’

কুমিল্লা শহরের রাজগঞ্জ এলাকার গৃহিনী শাহনারা বেগম বলেন, ‘বিভিন্ন এলাকার ছেলেধরা সন্দেহে মারা হচ্ছে। তাই গত কয়েকদিন ধরে ভিক্ষুকের সংখ্যা অনেক কমে গেছে। যারা ভিক্ষা করতে আসছেন তাদের হাতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবার কারও কাছে স্মার্ট কার্ড দেখেছি।’

আর পড়তে পারেন