বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলাধুলার পাশাপাশি পড়ালেখাতেও এগিয়ে মেয়ে ফুটবলাররা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১, ২০২০
news-image

 

এহসান ফারুকী :

আর্থিক সমস্যার কারনে যে বয়সে তারা অন্যের ঘরর কাজ কিংবা অল্প বয়সে বিয়ে নিয়ে চিন্তা করতো তাদের পরিবার। সে বয়সের আগেই তারা গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়ে ফুটবলকেই বেছে নিলো ক্যারিয়ার হিসেবে । কেবল ফুটবলেই নয়, পড়াশোনাতেও কম যাননি আমাদের দেশের মেয়ে ফুটবলাররা। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ডিফেন্ডার আঁখি খাতুন৷

এই ডিফেন্ডারের সঙ্গে সাথে মানবিক বিভাগ থেকে এসএসসির বাধা পেরিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার ( সিনিয়র) , ঋতুপর্ণা চাকমা ও আনাই মগিনী।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ( বিকেএসপি) ছাত্রী আঁখি। নিজের রেজাল্ট নিয়ে সিরাজগঞ্জ থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি, ‘সারা বছর ক্যাম্পে থাকতে হয়। পরীক্ষার সময়ও ক্লাবের খেলা ছিল। এরপরও আমি মনে করি ভালো রেজাল্ট হয়েছে। আমার সঙ্গে আমার পরিবারও খুশি।’

বিকেএসপির আরেক শিক্ষার্থী ঋতুপর্ণা চাকমা । জাতীয় দলের এই উইঙ্গার ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ফল পাওয়ার পর তাঁর তৃপ্তি, ‘ফল ভালো হয়েছে। আমি খুশি। খেলায় তো সব সময়ই মনোযোগ আছে। এখন পড়াশোনায় আরও মনোযোগ দেব।’

জাতীয় দলের অভিজ্ঞ স্ট্রাইকার স্বপ্না। রংপুরে বাড়ি হলেও ময়মনসিংহের এক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৯৪ পেয়েছেন। রংপুর থেকে তিনি জানিয়েছেন , ‘৩.৯৪ পাওয়ায় আমি খুব খুশি। খেলা নিয়ে ব্যস্ত থাকলেও পড়াশোনা নিয়ে আমি সব সময় ভাবি। এইচএসসিতে আরও ভালো রেজাল্ট করতে চাই।’

জাতীয় দলের অন্য দুইজন শামসুন্নাহার ও আনাই মগিনির উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

আর পড়তে পারেন