শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলে গেলো মেঘনাবাসীর মহাসড়কে দ্বার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৭
news-image

এম.এইচ.বিপ্লব ॥
যাতায়াতের এক ভোগান্তির কবল থেকে রক্ষা পেল কুমিল্লা জেলার এক নিরবিচ্ছিন্ন উপজেলা মেঘনাবাসী। মেঘনাবাসির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হল । মেঘনা টু গুলিস্তান বিআরটিসি এসি বাস উদ্বোধনের মাধ্যমে স্বস্থি ফিরেছে এই উপজেলাবাসীর। শনিবার (২৯ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অব: সুবিদ আলী ভূইয়া এমপি এ সার্ভিস উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আপাতত গাড়ি চলাচল শুরু হলো তবে খুব অল্প সময়ের মধ্য এ রাস্তা অনেক প্রশস্ত হবে। যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান আ: সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন,ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন,উপজেলা আলীগও অংগ সংগঠন নেতৃবৃন্দ। সার্ভিসটির উপজেলা মোড়, ভাটেরচর ও গুলিস্তান কাউন্টার থাকবে। এসি বাস বলে ভাড়া নির্ধারন করা হয় ১০০টাকা। আপাতত ১০টি গাড়ি চলবে বলে জানান এ রোডের বি আর টি সি কর্তৃপক্ষ আমিরুল ইসলাম (জনু মিয়া) ও আলম চান।

আর পড়তে পারেন