শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খুন ধামাচাপা দিতেই রেললাইনে লাশ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রেললাইন ও তার আশপাশে মিলছে একের পর এক মরদেহ। আবার বেশিরভাগ লাশই রেলের কাটার কারণে ক্ষত-বিক্ষত। গত দু’মাসে শুধু পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে এ ধরনের ২৫টি মরদেহের সন্ধান মিলেছে। পথচারীদের অসচেতনতার কারণেই রেলে কাটার ঘটনা বাড়ছে বলে শীর্ষ কর্মকর্তারা দাবি করলেও ট্রেন পরিচালনার সাথে জড়িতরা বলছেন ভিন্ন কথা।

করোনা সংক্রমণের অচলাবস্থা কাটিয়ে সেপ্টেম্বর থেকে পুরোদমে শুরু হয় রেল চলাচল। তাতেই উঠে আসছে রেললাইন কেন্দ্রিক মরদেহ পাওয়ার ভয়াবহ তথ্য। ওই মাসেই বিভিন্ন রুটে ৯টি মরদেহ পাওয়া গেলেও তার পরের মাস অর্থাৎ অক্টোবরে পাওয়া গেছে ১৬টি মরদেহ।

পূর্বাঞ্চল বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সাদেকুর রহমান বলেন, ‘আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটা সম্পূর্ণ তদন্ততাধীন, আমাদের জিআরপি পুলিশ তারা তদন্ত করেন। তো এখানে যদি অন্য কোন ঘটনা ঘটে থাকে তাহলে তারা তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করবেন।’

পূর্বাঞ্চল রেলওয়ের গার্ড আবদুল্লাহ আল আমিন শামীম বলেন, ‘রেললাইনে কাটা পড়লে হয়তো তদন্তের বাইরে থাকবে সে বা ধরা ছোঁয়ার বাইরে থাকবে সে। এ কারণে বাইরে থেকে এনে রেললাইনেও ফেলে রাখতে পারে।’

আর পড়তে পারেন