শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রায় ঘোষণার পর হাজীগঞ্জে সংঘর্ষ ও গাড়ি ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০১৮
news-image

এস.এম.মিরাজ মুন্সী ঃ
খালেদা জিয়ার রায় ঘোষণার পর হাজীগঞ্জে বিএনপির নেতাকর্মীরা সড়কে গাড়ি ভাংচুর চলায়। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে সংঘর্ষ বাধে। তাৎক্ষনিক পুলিশ, বিজিবি, র‌্যাব মোবাইল টিম সহ ঘটনাস্থলে পৌছলে বিএনপি কর্মীরা ছিটকে পড়ে।

এ সময় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয়। পরে প্রশাসনের বিভিন্ন বাহিনীর টহল জোড়দার করায় পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পুলিশের বিশেষ জটিকা অভিযানে হাজীগঞ্জে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দুরপাল্লার যানবাহন সড়কে কমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দবিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। এ সময় ছাত্রলীগের কয়েকটি খন্ড খন্ড মিছিল বাজারে প্রদক্ষিণ হলেও পরিবেশ ছিল শান্ত।

আর পড়তে পারেন