বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৮
news-image

জেলকোডে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে নির্দেশনা নেই : আইজি প্রিজন

 

ডেস্ক রিপোর্ট : জেলকোড অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি কারাগারে ডিভিশন পাবেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো নির্দেশনা দেয়া নেই। তাই খালেদাকে জেলকোড মেনে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইজি প্রিজন বলেন, খালেদা জিয়াকে ড্রাই ফুড (শুকনা খাবার) দেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া তাকে ব্যক্তিগত কোনো সুবিধা দেয়া হয়নি।

এর আগে খালেদা জিয়াকে কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

এদিকে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছে। তার কোনো ক্ষতি হলে সরকারকে এর দায় নিতে হবে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সূত্র : সময় টিভি

আর পড়তে পারেন