শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খানাখন্দে বেহাল কুমিল্লার তিন বাস টার্মিনালের সড়ক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা নগরীর তিনটি বাস টার্মিনালের সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে সড়কগুলোর কার্পেটিং উঠে গেছে। খানাখন্দকের খালে পরিণত হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে সময় নষ্ট, যানজট আর গাড়ি বিকল হওয়ায় ক্ষুব্ধ যাত্রী, পরিবহন মালিক এবং শ্রমিকরা।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, চকবাজার ও শাসনগাছায় তিনটি বাস টার্মিনাল রয়েছে। এসব টার্মিনাল থেকে ২০টিরও বেশী গন্তব্যে প্রতিদিন শতশত যাত্রীবাহী বাস ছেড়ে যায়। কিন্তু বর্ষার আগেই টার্মিনালগুলো ভরে গেছে খানাখন্দে। ফলে যান চলাচলে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি বেড়েছে যাত্রী ভোগান্তি।

যানবাহনের চালক ও শ্রমিকরা জানালেন, বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেন নেই টার্মিনালগুলোয়। ফলে সামান্য বৃষ্টিতে পানি জমে যায়। আসছে বর্ষা মৌসুমে আরো বেশি ভোগান্তির শঙ্কায় রয়েছেন তারা।

তবে, আশার কথা শুনিয়েছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র। তিনি জানালেন, জাঙ্গালিয়া ও চকবাজার টার্মিনাল দ্রুত সংস্কার করা হবে। এছাড়া শাসনগাছা টার্মিনালের অবকাঠামো উন্নয়নের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।

আর পড়তে পারেন