বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খাদ্যে বিষক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য অসুস্থ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত একশ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে তাদের প্রায় ৪০ জন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকাল থেকেই তারা পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয় পড়েন। এদিকে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) রাত পোহালেই ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই নির্বাচনে দায়িত্ব পালন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর ২৫ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে এর কোনও প্রভাব পড়বে না। তাদের বিকল্প ফোর্স পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, উপজেলা উপ-নির্বাচনে আসা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় একশ জন সদস্য উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ দেখে তাদের অনেককেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যাদের অবস্থার অবনতি হচ্ছিল তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ জানান, ‘দুপুরে ব্রাহ্মণপাড়ার ইত্যাদি রেস্টুরেন্টের খাবার খেয়ে পুলিশ, আনসার, বিজিবি সদস্যসহ শতাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ‘ফুড পয়জিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্য মতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাদের অবস্থা খারাপ হচ্ছে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি।’

আর পড়তে পারেন