বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষতিপূরণ ছাড়াই ভূমি অধিগ্রহণের অভিযোগ কর্মসূচির কাজ দিয়ে রাস্তা নির্মাণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার :

মালিকদের সঙ্গে ক্ষতিপূরণের বিরোধ নিষ্পত্তি না করেই জোরপূর্বক একটি কর্মসূচি প্রকল্পের কাজ শুরু করে দেওয়ার অভিযোগ উঠেছে মনোহরগন্জ উপজেলার খিলা ইউনিয়ন সংরক্ষিত ৭,৮,৯ মহিলা আসনের নুরজাহান মেম্বারের বিরুদ্ধে। উপজেলার দিশাবন্দ গ্রামের অহিদুর রহমান (ওমানী). অভিযোগ করে বলেন,আমার ক্রয়কৃত সম্পত্তির উপর সরকারি বরাদ্ধ দেয় নুরজাহান মেম্বার। আমি দিশাবন্দ মৌজার আর এস ৪২১ নং হালে।

বিএস ৩৫৯ নং দিশাবন্দ খতিয়ান নং সাবেক ৮৮ হালে ডি,পি ৫৮৮ নং খতিয়ান ভুক্ত।
সাবেক ৬৪৪ দাগ ১১৮৬ দাগে নাল ২.২৫ ডিং আমার ক্রয়কৃত সম্পত্তি।অহিদুর রহমান আরো বলেন,আমার এই জাগায় ছাড়া এই রাস্তার পাশ্বে আর কোন জাগায় নাই। সবটুকু জাগায় রাস্তা নিয়ে যাচ্ছে। আমি ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছি। মেম্বার নুরজাহানকে একাধিক বার মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।

আর পড়তে পারেন