বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্লাসরুম সংকটে ফের প্রশাসনিক ভবনে কুবি শিক্ষার্থীদের তালা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২, ২০২০
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
ব্যাবসায় শিক্ষা অনুষদের পর এবার ক্লাসরুমের দাবিতে আন্দোলনে নেমেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ক্লাসরুমের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন তারা।

প্রতিবাদের অংশ হিসেবে এসময় প্রতীকী ক্লাস নেন বিভাগটির শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে প্রতিবাদ করতে থাকে তারা। এসময় তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা ভবনে ঢুকতে বিড়ম্বনায় পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে একটি ক্লাসরুম নিয়ে চলছে সাংবাদিকতা বিভাগ। বর্তমানে পাঁচটি ব্যাচ থাকলেও ক্লাসরুম বাড়ানো হয়নি।

শিক্ষার্থীরা জানান, গত সপ্তাহে প্রশাসন বিজনেস স্টাডিজ অনুষদে কয়েকটি রুম বরাদ্দ দিলে ওই অনুষদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি ফিরিয়ে নেয়। প্রশাসন এক সপ্তাহ সময় চেয়েছে। কিন্তু এক সপ্তাহ ধরে আমরা ক্লাস-পরীক্ষা দিতে পারছি না। এভাবে শিক্ষা কার্যক্রম চলতে পারে না।
প্রতীকী ক্লাস নেয়া আসমা ইসলাম জানান, ‘দীর্ঘদিন ক্লাসরুম সংকটের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এই প্রতীকী ক্লাস নিয়েছি। ক্লাসরুম না দেয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

আন্দোলনরত শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘দীর্ঘ চার বছর আমরা একটি কক্ষে ক্লাস ও পরীক্ষা দিচ্ছি। ল্যাব না থাকায় আমরা ব্যবহারিক কাজগুলো হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছিনা।’
বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ‘প্রশাসন আমাদের সিদ্ধান্তহীনতায় কেন রাখবে? আমাদের ক্লাসরুম বরাদ্দ দেয়ার পর সেখানে আমরা কেন ক্লাস করতে পারবো না? সিদ্ধান্ত নিতে কেন এতো দেরি হবে?’

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘তাদের বিষয় নিয়েই তো ডিনদের সমাধানের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু সময় শেষ না হওয়ার আগেই তারা আন্দোলনে নেমে গেছে। সুষ্ঠু সমাধানের জন্য

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ক্লাসরুম বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে করে ব্যাবসায় অনুষদের শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন