শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোভিড-১৯ পরিস্থিতিতে চাঁদপুরে অতিরিক্ত ৩ হাজার ৩৯৫ জন পাচ্ছে প্রতিবন্ধী ভাতা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০২০
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

“প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শেখ হাসিনার অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ৮ উপজেলায় বাদ পড়া অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা দিতে ২০১৯-২০ অর্থবছরে চলমান ভাতার পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার ৩৯৫ জনের ভাতা বরাদ্দ হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে অতিরিক্ত এ বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয সূত্রে জানা যায়, গত অর্থবছরে জেলায় মোট ২৬ হাজার ৭২৭ জনের পাশাপাশি কোভিড-১৯ পরিস্থিতিতে অতিরিক্ত এ বরাদ্দ দেয়া হয়। অতিরিক্ত ৩ হাজার ৩৯৫ জন ব্যক্তি শহর সমাজসেবাসহ জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দেয়া হয়। জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪৩০ জনের মধ্যে- তরপুরচন্ডী ইউনিয়নে ১০, বাগাদী ইউনিয়নে ৬০, রামপুর ইউনিয়নে ৩০, শাহমাহমুদপুর ইউনিয়নে ৫০, চান্দ্রা ইউনিয়নে ৪০, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে ৩৫, ইব্রাহিমপুর ইউনিয়নে ১৫, মৈশাদী ইউনিয়নে ৪৫, আশিকাটি ইউনিয়নে ৫০, কল্যাণপুর ইউনিয়নে ২০, বিষ্ণুপুর ইউনিয়নে ৫০ ও বালিয়া ইউনিয়নে ২৫ জন।

কচুয়া উপজেলায় ১ হাজার ৩০ জনের মধ্যে- সাচার ইউনিয়নে ৫০, পাথৈর ইউনিয়নে ৭০, বিতারা ইউনিয়নে ৮০, গোহাট উত্তর ইউনিয়নে ৮০, আশ্রাফপুর ইউনিয়নে ৮০, কচুয়া উত্তর ইউনিয়নে ১২০, কচুয়া দক্ষিণ ইউনিয়নে ৭০, কাদলা ইউনিয়নে ৯০, কড়ইয়া ইউনিয়নে ৯০, সহদেবপুর পূর্ব ইউনিয়নে ৭৫, সহদেবপুর পশ্চিম ইউনিয়নে ৬০ ও কচুয়া পৌরসভায় ৭৫ জন। শাহরাস্তি উপজেলায় ৩৩৫ জনের মধ্যে কচুয়া পৌরসভায় ২০, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ২০, চিতোষী পূর্ব ইউনিয়নে ৩০, চিতোষী পশ্চিম ইউনিয়নে ২০, টামটা উত্তর ইউনিয়নে ১৫, টামটা দক্ষিণ ইউনিয়নে ৩৫, রায়শ্রী উত্তর ইউনিয়নে ৩৫, সূচীপাড়া উত্তর ইউনিয়নে ৪০, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে ৪০ ও মেহের উত্তর ইউনিয়নে ৮০ জন। হাজীগঞ্জ উপজেলায় ৬১০ জনের মধ্যে- হাজীগঞ্জ পৌরসভার ১২টি ৯০, হাটিলা পূর্ব ইউনিয়নে ৫০, হাটিলা পশ্চিম ইউনিয়নে ৪০, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ৪৫, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ৪০, বড়কূল পূর্ব ইউনিয়নে ৪০, বড়কূল পশ্চিম ইউনিয়নে ১০, রাজারগাঁও ইউনিয়নে ৪০, বাকিলা দক্ষিণ ইউনিয়নে ৩০, দ্বাদশগ্রাম ইউনিয়নে ৩৫, কালচোঁ উত্তর ইউনিয়নে ৬০, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ৭০ ও হাজীগঞ্জ সদর ইউনিয়নে ৬০ জন।

ফরিদগঞ্জ উপজেলায় ৪৭০ জনের মধ্যে- ফরিদগঞ্জ পৌরসভায় ৭০, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ২০, রূপসা দক্ষিণ ইউনিয়নে ০৫, রূপসা উত্তর ইউনিয়নে ৩০, সুবিদপুর পূর্ব ইউনিয়নে ৩৫, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ৮০, গুপ্টি পূর্ব ইউনিয়নে ৩৫, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ৩৫, পাইকপাড়া উত্তর ইউনিয়নে ৩৫, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ২৫, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে ২৫, চর দুখিয়া পূর্ব ইউনিয়নে ৩০, বালিথুবা পূর্ব ইউনিয়নে ২৫ ও বালিথুবা পশ্চিম ইউনিয়নে ২০ জন। হাইমচর উপজেলায় ৬০ জনের মধ্যে- চর ভৈরবী ইউনিয়নে ৩৫, গাজীপুর ইউনিয়নে ১০, নীল কমল ইউনিয়নে ৫ ও হাইমচরে ১০ জন। মতলব দক্ষিণ উপজেলায় ২৩৫ জনের মধ্যে- মতলব পৌরসভায় ৬০, উপাদী উত্তর ইউনিয়নে ৩০, উপাদী দক্ষিণ ইউনিয়নে ৩৫, নারায়নপুর ইউনিয়নে ৪৫, নায়েরগাও দক্ষিণ ইউনিয়নে ২৫, নায়েরগাও উত্তর ইউনিয়নে ২৫ ও খাদেরগাঁও ইউনিয়নে ১৫ জন। মতলব উত্তর উপজেলায় ১২৫ জনের মধ্যে- ছেঙ্গারচর পৌরসভায় ২০, ফতেপুর পূর্ব ইউনিয়নে ২০, সুলতানাবাদ ইউনিয়নে ৪০, জহিরাবাদ ইউনিয়নে ১০, ফরাজীকান্দী ইউনিয়নে ১০ ও ইসলামাবাদ ইউনিয়নে ২৫ জন। এবং চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১০০ জন।

উক্ত কোটায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীগণ গত মে ২০২০ হতে আজীবন মাসিক ৭৫০ টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী ব্যক্তি যারা ইতোপূর্বে ভাতা পাননি তাঁদের সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি অথবা উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা সমাজসেবা কর্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার। তিনি বৃহষ্পতিবার (১৬ জুলাই) সকালে জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে চাঁদপুর জেলার প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বরাদ্দ দেয়া হয়েছে। এ ভাতা গ্রহণে কাউকে কোনা টাকা দেয়া লাগবে না। এবং প্রতিবন্ধীদের যদি পরিচয়পত্র না থাকে তাহলে স্ব স্ব উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তবে এতে সংবাদকর্মী ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য যে, চাঁদপুর জেলায় বর্তমানে ২৬ হাজার ৭২৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি নিয়মিত ভাতা পাচ্ছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩ হাজার ৪১৭, কচুয়ায় ৪ হাজার ৬০২, শাহরাস্তিতে ৩ হাজার ১৭৫, হাজীগঞ্জে ৩ হাজার ২৪৮, মতলব দক্ষিণে ১ হাজার ৮৫৩, মতলব উত্তরে ৩ হাজার ৬৬৩, ফরিদগঞ্জে ৪ হাজার ২৬০, হাইমচরে ১ হাজার ২৮৭ এবং চাঁদপুর পৌরসভায় ১ হাজার ২২০ জন। এদিকে করোনা পরিস্থিতিতে দেশের দুস্থ ও নিম্ন-আয়ের মানুষকে সহায়তার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশনা ও তত্ত্বাবধানে দেশজুড়ে পরিচালতি হচ্ছে এসব কর্মকাণ্ড।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯ মোকাবিলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতায় গত অর্থবছরে প্রায় ১১ লাখ ভাতাভোগী অনলাইনে জিটুপি পেমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা পেয়েছেন, যা বর্তমান অর্থবছরেও চলমান রয়েছে। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ সব ভাতাভোগীকে এ পদ্ধতির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আর পড়তে পারেন