শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রের ব্যর্থতাতেই দেশে ঢুকছে জামাত, তোপ মমতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বাদল অধিবেশনে তৃণমূলের ভূমিকাও স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সোমবার রাজ্য বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পরই সংসদীয় দলের বৈঠক করেন তৃণমূল নেত্রী।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- শুভ্রজিৎ চন্দ্র

দার্জিলিং ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে দল যে সংসদে সরব হবে তাও স্পষ্ট করেন তিনি। দার্জিলিংকে অশান্ত করতে বিদেশি শক্তির হাত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি করিডর বা চিকেন্স নেক যে চিনের নজর, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিধানসভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে পড়শি দেশগুলির সঙ্গে সম্পর্ক নষ্টের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ভুটান, নেপাল ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে কেন্দ্র। সীমান্ত সুরক্ষা বিঘ্নিত হয়েছে। SSB, IB, RAW এরা কোথায়? জামাত-এর মতো গোষ্ঠীগুলি ভারতে প্রবেশ করছে কীভাবে?’
রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কেন্দ্রীয় শাসকদলকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘এটি অবিচারের বিরুদ্ধে নির্বাচন। আমি সবাইকে অনুরোধ করব, BJP-কে সমর্থন না করতে।’

প্রসঙ্গত, আজ সংসদ ভবনে বাদল অধিবেশনের প্রথম দিনে GST-র সমর্থনে বলেন প্রধানমন্ত্রী মোদী। ‘দেশের সব রাজনৈতিক দলের সমর্থনেই’ GST সম্ভব হয়েছে বলে মন্তব্য তাঁর। এই প্রসঙ্গেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নোটবন্দি ও GST – দুটি বড় দুর্নীতি। তবে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। প্রয়োজনে জেলে যাব। কিন্তু, মাথা নোয়াব না।’

আর পড়তে পারেন