মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন হোমনার স্কাউট সদস্যরা ও ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনা:

দেশে চলমান করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনের কারণে বিপাকে পরা কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বিনামূল্যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার কৃষক ফিরোজ মিয়ার দুই বিঘা জমির ইরি ধান কেটে মারাই করে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।

ধান কাটায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন,আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, কাউন্সিলর লিটন মিয়া,সহকারী শিক্ষক আমিনুল ইসলাম

পৌর কাউন্সিলর,আবদুল বাতেন, মোঃ রাজমিয়া, মোঃ সফিকুল ইসলমাম লিটন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম,রাহিদ হাসান দাদন, বিল্লাল হোসেন সহ ৫০ জন শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, মন্ত্রণালয়ের চিঠির আলোকে আমি স্কাউটের সভাপতি হিসেবে স্কাউটের সদস্যদের নিয়ে হোমনা পৌর এলাকায় কৃষকের ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছি। এ বিষয়ে আমাকে অবহিত করলে স্কাউট সদস্যরা কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিবো। যতদিন ধান কাটা শেষ না হবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।