শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়েতে এমপি পাপুলের বিরুদ্ধে মামলার পূর্ণ শুনানি শুরু আজ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মানব ও অবৈধ টাকা পাচার এবং ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুল বিরুদ্ধে করা মামলার পূর্ণ শুনানি শুরু হবে আজ । কুয়েতের আদালতে এই বিচার কার্য শুরু আজকের কার্যদিবসে।

জানাগেছে, পাপুলের সঙ্গে সম্পৃক্ততা থাকা এবং তাকে সহযোগিতা করার অভিযোগে কুয়েতের পার্লামেন্টের দুই সদস্য সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এদিকে এমপি পাপুলের ব্যবসা প্রতিষ্ঠানমারাফিয়া কুয়েতিয়াকে এরই মধ্যে কালো তালিকাভুক্ত করেছে কুয়েত সরকার। প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের কয়েকটি চুক্তি ও কাজের আদেশও বাতিল করা । অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আর পড়তে পারেন