শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচনে ২৬ প্লাটুন বিজিবি ও ৩৩৮ জন র‌্যাব সদস্য মোতায়েন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ প্লাটুন বিজিবি ও ৩৩৮ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। দুই বাহিনীর সদস্যরা নির্বাচনের পরদিন ৩১ মার্চ পর্যন্ত নির্বাচনী এলাকায় টহলরত অবস্থায় থাকবে।
র‌্যাব ও বিজিবি পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে মোট ২৭টি ওয়ার্ডে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে ৩৩৮ জন র‌্যাব সদস্য মোট ৩৪ টি টিমে দায়িত্ব পালন করবে।
এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গতকাল সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ দেন নির্বাচন কমিশন। কুমিল্লা মহানগরীতে এ বিষয়ে মাইকিং করা হয়।
আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন