বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর হলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিএনপির আট জন, আওয়ামী লীগের ১৪ জন ও জামায়াতের চার প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এক নম্বর ওয়ার্ডে জামায়াত পন্থি গোলাম কিবরিয়া, দুই নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি মাসুদুর রহমান মাসুদ, তিন নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি সরকার মাহমুদ জাবেদ, চার নম্বর ওয়ার্ডে মো. আব্দুল জলিল (স্বতন্ত্র), পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি সৈয়দ আবীর আহমেদ ফটু, ছয় নম্বর ওয়ার্ডে জামায়াত পন্থি মোশারফ হোসেন, সাত নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি মো. শাহ আলম খান, আট নম্বর ওয়ার্ডে জামায়াত পন্থি একরামুল হক বাবু, নয় নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি জমির উদ্দিন খান জম্পি, ১০ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি মো. মনজুর কাদের মনি, ১১ নম্বর ওয়ার্ডে মহানগর যুবলীগ নেতা হাবিবুর আল আমীন সাদি, ১২ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি মো. ইমরান বাচ্চু, ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি মো. শাখাওয়াতউল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি সেলিম খান, ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি সাইফুল বিন জলিল, ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি মো. জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি মো. সোহেল, ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি আফসান মিয়া, ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি মো. জাকির হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে জামায়াত পন্থি সিদ্দিকুর রহমান সুরুজ, ২২ নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি মো. শাহ আলম মজুমদার, ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি আলমগীর হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি ফজল খান, ২৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী এমদাদউল্লাহ ও ২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি আব্দুস সাত্তার। ২১ ও ২৭ নম্বর ওয়ার্ডের একটি করে কেন্দ্র স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা হয়নি।

এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা পদে আওয়ামী লীগ পন্থি কাউছারা বেগম সুমী, চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে বিএনপি পন্থি নাদিয়া নাসরিন, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে রুমা আক্তার (স্বতন্ত্র) এবং ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ পন্থি নুর জাহান আক্তার পুতুল বিজয়ী হয়েছেন।

আর পড়তে পারেন