শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিকে মেয়র পদে লড়বেন তিনজন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়রপদে লড়বেন তিনজন। শেষ দিন কোনো মেয়র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।

তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার ২৬ জন সাধারণ কাউন্সিলর ও দুজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ১৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেন।

এছাড়া, কোনো মেয়র প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই মেয়র পদে মাঠে রইলেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু ও জাসদের শিরিন আক্তার।

বুধবার কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ মার্চ এ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন