বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিকে দায়িত্ব নিলেন মেয়র সাক্কু

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০১৭
news-image

আশিকুর রহমান আশিক ঃ
দ্বিতীয়বারের মতো দায়িত্বভার গ্রহণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু এবং ২৯ জন কাউন্সিলর।
বুধবার (১৭ মে) দুপুরে কুসিকের প্রশাসক ও কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মেয়র ও কাউন্সিলররা। এর আগে কুসিকের নব নির্বাচিত মেয়র ও ২৯ জন কাউন্সিলরের উপস্থিতে কুসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
মেয়রের দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, সচিব মো. হেলাল উদ্দিন, প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
উল্লেখ্য, গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে বিএনপির সাক্কু মেয়র নির্বাচিত হন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন মেয়র মনিরুল হক সাক্কু।গেজেট প্রকাশিত না হওয়ায় ৪ জন এবং গ্রেফতার ও মামলা জনিত কারণে আরো ৩ জন কাউন্সিলর শপথ ও দায়িত্ব বুঝে পাননি।

আর পড়তে পারেন