শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিকের সংরক্ষিত কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমা আক্তার সাথীর বাসায় হামলার অভিযোগ উঠেছে।

২২ জুন রাতে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর হয়েছে বলে অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রুমা আক্তার সাথী।

বুধবার (২৪ জুন) সকালে কাউন্সিলরের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি তার লিখিত বক্তব্যে রুমা আক্তার জানান, ২২ জুন দিবাগত রাত ৩টায় কুমিল্লা নগরীর নানুয়াদিঘীর পাড় এলাকার কাউন্সিলরের বাড়ির সামনে এসে মহিউদ্দিন, রনি, বাবু চিৎকার শুরু করে। এসময় তারা রুমা আক্তারের দেবরের নাম ধরে ডাকাডাকি করে এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ফাঁকা গুলির শব্দও পাওয়া যায় বলে জানান রুমা আক্তার। হামলাকারীরা এসময় কাউন্সিলরের দেবর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবকে হত্যার হুমকি দেয়।

তিনি জানান, যারা এই হামলা করেছে তাদের ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পরেছে। এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত দুপুরে হামলার মামলায় প্রশাসন যেন খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এ দাবি জানান তিনি।

আর পড়তে পারেন