শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেক হাসপাতাল থেকে টমছমব্রিজ সড়কের বেহাল দশা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০১৭
news-image

রকিবুল হাসান রকি:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা নার্সিং ইনষ্টিটিউট, কুমিল্লা বাখরাবাদ, কুমিল্লা ইপিজেডসহ স্কুল, কলেজের প্রায় ১০ হাজার জনসাধারনের চলাচলের একমাত্র সড়ক কুচাইতলী সড়কটি। আর এ সড়কটি এখন প্রায় পরিণত হয়েছে জনদূর্ভোগে। গুরুত্বপূর্ন এ সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দক থাকলেও তা সংস্কার হয়নি। সরেজমিনে দেখা যায়, নগরীর টমছমব্রীজ থেকে বাখরাবাদ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে ছোট পুকুরের মত তৈরি হয়ে আছে।
স্থানীয়রা জানান, মেডিকেল সড়কের দুটি স্থানে মারাতœক বেহাল দশা, তা হল ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সামনে এবং ঢুলিপাড়া চৌমুহনী। স্থানীয়রা আরও জানান, রাস্তার পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন না থাকার কারণে দশ মিনিটের বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর সড়কে বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে পরিবহন। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানযট। ভোগান্তিতে পড়তে হয় রোগীসহ সাধারন জনগন।

আর পড়তে পারেন