শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেক হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে ৩ জন এবং লক্ষন-উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৩ জন ও আইসোলেশনে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ জন ও আইসিইউতে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল বারেক (৭০), সদরের সন্ধ্যা বনিক (৭৫), চাঁদপুর কচুয়ার লাল মোহন সরকার ও করোনায় আক্রান্ত মনোহরগঞ্জের মকবুল আহমেদ (৮০), চান্দিনার গোলাম মোস্তফা (৫৪), চাঁদপুর হাপানিয়ার সফিকুল ইসলাম ।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছে ২৪ জন, সুস্থ্য হয়েছেন ২১ জন এবং মোট ভর্তি আছে ১৩৬ জন। তারমধ্যে ৭ মহিলাসহ আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।

আর পড়তে পারেন