বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা- ৪ দেবিদ্বার আসনে জনসমর্থন আদায়ের চেষ্টা অ্যাডভোকেট হাবিবুর রহমানের

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
সংসদীয় আসন ২৫২ কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনটি ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভা নিয়ে গঠিত । এ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবি- অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান ভূইঁয়া। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন। এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে নিজের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পরিচ্ছন্ন ইমেজের আইনজীবী হিসেবে পরিচিত মোঃ হাবিবুর রহমান ভূইঁয়ার সর্বমহলে গ্রহন যোগ্যতা রয়েছে। অ্যাডভোকেট হাবিবুর রহমান ভূইঁয়া আওয়ামীলীগ প্যানেল কর্তৃক মনোনিত ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক (২০১৪-২০১৫ ইংসালে), ২০০৮-২০০৯ ইং সালে লাইব্রেরী সম্পাদক, ও ২০০৫-২০০৬ইং সালে কার্যকরী সম্পাদক নির্বাচিত হন এবং সুনামের সাথে সফল ভাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে আইন পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে ইতি নিগরীব-দুঃখী, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে আয়করও কোম্পানী আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টে আইন জীবি হিসেবে কাজ করছেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান ভূইঁয়া  বলেন, ’’ আমি তরুণ ও প্রবীণদের মধ্যে সেতুবন্ধন রচনা করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবে’’। তিনি আরও বলেন,’’ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা’কে আবারও ক্ষমতায় আনতে হবে। বিশিষ্ট এই আইনজীবী আরও বলেন, ’’ মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি’’। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করে এ অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান, অবহেলিত-দুস্থ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চাই।

আর পড়তে পারেন