শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা-সিলেট মহাসড়কের বাসচাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুরে বাসের চাপায় জুনায়েদ মিয়া নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল।

এসময় রাস্তা পারা হতে গিয়ে সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জুনায়েদকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা একই পরিবহনের অন্য একটি বাস আটক করে বিক্ষোভ ও অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, বাসটিকে আটকের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আর পড়তে পারেন