শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটিতে ৯ জন, সদরে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে ৯ জন এবং সদরের দুই ইউনিয়নে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাতে কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা ট্রমা সেন্টারের  চিকিৎসক ডা. এস এম সাইফুল আজম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সার্জারি বিশেষজ্ঞ। চাঁদপুরের শাহরাস্তি থেকে পেটের ছিদ্র নিয়ে ট্রমা সেন্টারে ভর্তি হওয়া করোনা আক্রান্ত নারীর সূত্রে তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

কুমিল্লা শহরের রাজগঞ্জ রাজবাড়ি কম্পাউন্ডের রওশন মঞ্জিলের আক্রান্ত মনিরের  স্ত্রী সন্তানের পর (৮ মে) তার মা রাজিয়া বেগম (৭০) এবং একই বাড়ির আজহা বেগম (৩০) নামের আরো একজন  করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া শুক্রবার (৮ মে) নগরীর নানুয়াদিঘীর পাড়ে ২ জন ( একজনের নাম বিকাশ) করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ৭ মে  কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজার কমিটির  সহ-সভাপতি তোফায়েল আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন । তাঁর বাড়ি মহানগরীর ঢুলিপাড়ায়।

এছাড়া ৮ মে সদরের পাচঁথুবি ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে নাছিমা (৫৪) নামের একজন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত এ নারীকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে ঢাকায় পাঠানো হয় ।

এর আগে ৭ মে সদরের কালিরবাজার ইউনিয়নের জসপুর গ্রামে এক নারী  করোনা পজেটিভ হয়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, ওই চিকিৎসককে আইসোলেশনে নেওয়া হয়েছে।

 

আর পড়তে পারেন