শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের হামলায় শিক্ষকসহ আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ফরম পূরণ নিয়ে বাকবিতন্ডার জের ধরে কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের নেতাদের হামলায় কলেজ শিক্ষকসহ পাঁচজন আহত হয়েছে।

রোববার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ দ্বিতীয় বর্ষের ফরমপূরণের জন্য শিক্ষার্থী ইকরাম উদ্দিন ভূঁইয়া কুমিল্লা সরকারি কলেজে যায়। ওই কলেজে অধ্যক্ষের কার্যালয় ভবনের ৩য় তলার ৩০৮ নং কক্ষে শিক্ষার্থীদের লাইন ছিল। লাইনে দাঁড়ানো নিয়ে কলেজের ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামের সাথে ইকরাম উদ্দিন ভূঁইয়ার বাকবিতন্ডা  হয়। পরে শরীফ,ছোট ফয়সাল,সম্পদ তাদের সহযোগীদের নিয়ে ইকরামের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় কলেজের শিক্ষক এবং স্টাফরা ইকরামকে রক্ষার্থে এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সফিউল্লাহ, গেটম্যান ইয়াছিন, কলেজ অধ্যক্ষের গাড়িচালক মাছুমসহ পাঁচজন আহত হয়। পুলিশ রক্তাক্ত অবস্থায় ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দা বিলকিস আরা বেগম জানান, ঘটনার বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করি। পুলিশ আহত শিক্ষার্থী ইকরামকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কলেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হামলাকারী যেই হোক না কোন তাকে ছাড় দেয়া হবে না।

আর পড়তে পারেন