বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর টহল জোরদার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২০
news-image

রকিবুল হাসান রকি :
করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাস্তায় টহল জোরদার করেছে  সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও  যৌথবাহিনী। ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ।

বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন বাজারে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। প্রতিটি দোকানের সামনে তিন ফুট দুরুত্ব বজায় রেখে বৃত্ত এঁকে দেওয়া হয়। এসময় রাস্তায় যারা ঘোরাফেরা করেন তাদেরকে বাসায় পাঠানো হয়।

উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন বলেন,করোনা ভইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম এবং সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুহতামিম।

আর পড়তে পারেন