শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে ৮০ কেজি গাঁজা ও ৫’শ ফেন্সিডিলসহ ৫ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০১৭
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লা সদর উপজেলায় ৮০ কেজি গাঁজা ও ৫’শ ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ডিবি পুলিশ।

আটক হওয়া মাদক ব্যবসায়িরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশের পাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ সবুজ মিয়া (৩৫),  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঙ্গলমুরি গ্রামের ইয়ার আহমেদের ছেলে মোঃ কামরুল হাসান রনি (৩০) , একই গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল ছাত্তার (২২),মহররম আলীর ছেলে মোঃ মিজুনুর রহমান (৪৭) এবং ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার  উত্তর চেচরি গ্রামের মোঃ মুনছুর সিকদারের ছেলে মনির সিকদার (৩৭) ।

কুমিল্লা ডিবি পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের জাগুরঝুলি এলাকার চক্ষু হাসপাতালের সামনে একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে এর ভেতর মজুদ রাখা ৪টি বস্তাভর্তি ৮০ কেজি গাজাঁ ও ২ বস্তা ভর্তি ৫ শত বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করে ডিবি পুলিশ।

এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ,উপ-পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম , উপ-পরিদর্শক মোঃ নজরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক নন্দ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন