বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় নাগরিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লার ঝাগুড়ঝুলি এলাকায় একটি ষ্টিল মিল পরিদর্শনে আসা ধর্ম পাল (৫০) নামের এক ভারতীয় নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (১২ আগস্ট) সকালে একটি হাসপাতালে মারা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের ঝাগুড়ঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সফিউল আলম ষ্টিল মিলস্ নামের একটি কারাখানা গত ৮ আগস্ট পরিদর্শনে আসেন ভারতীয় নাগরিক ধর্ম পাল। এই মিলে বেশ কিছু ভারতীয় লোক কাজ করেন। গত ক’দিন তিনি কুমিল্লায় অবস্থান করছিলেন।

রোববার সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত কুমিল্লা মহানগরীর ঝাউতলায় অবস্থিত মুন হসপিটালে নিয়ে আসলে সকাল ৮.৫০ মিনিটে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ধর্ম পালের বাড়ি ভারতের পাঞ্জাব প্রদেশে।

আর পড়তে পারেন