শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে মাদক ও মাদক বিক্রির টাকাসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৩, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ এমদাদুল হক মারুফ (৩৭) নামের একজনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৩ মে) ভোররাতে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া এমদাদুল হক মারুফ (৩৭) কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রুখ মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানান, পাঁচথুবী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হক মারুফের বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয় ও বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি আভিযানিক দল এমদাদুল হক মারুফের বসত ঘরে অভিযান পরিচালনা করে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ লক্ষ ৩২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ এমদাদুল হক মারুফকে আটক করে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার প্রণব কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন