শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরের এক স্কুলে হাসতে হাসতে অসুস্থ ২৫ শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
শ্রেণি কক্ষে শিক্ষক যখন পাঠদানে ব্যস্ত, তখন হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে হাসাহাসি শুরু হয়। এরপর হাসতে হাসতে অসুস্থ হন একের পর এক শিক্ষার্থী। তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুরে জেলা সদরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন চক্রবর্তী জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলে শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত হন। দুপুরের টিফিন শেষে আবারো পাঠদান শুরু হয়। বেলা ২ টা ৩০ মিনিটে অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে পাঠদান দিচ্ছিলেন শিক্ষক সুধাংশু ভূষন দাস।

তিনি আরো জানান, হঠাৎ শ্রেণি কক্ষে দুই থেকে তিন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। তাদের কাছে গিয়ে কারণ জানতে চাইলে অন্যরাও হাসি শুরু করে। একে একে হাসতে হাসতে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পুরো বিদ্যালয়ে এ সময় আতঙ্কের সৃষ্টি হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. আবুল কালাম আজকের কুমিল্লাকে জানান, কল্যান ময় দেব জিতসহ অন্য শিক্ষার্থীরা অতিরিক্ত হাসির কারণে প্রচন্ড মাথা ব্যাথায় অজ্ঞান হয়ে যান। চিকিৎসার ভাষায় এটি একটি মানসিক রোগ। দুই একজনের মধ্যে প্রথমে রোগটি দেখা দিলেও বাকি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের স্যালাইন দেয়া হচ্ছে।

আর পড়তে পারেন