শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরসহ তিন এলাকায় ম্যাজিস্ট্রেটদের অভিযান, ৪ জনকে কারাগারে প্রেরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্ল জেলা ও আদর্শ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দের নেতৃত্বে বুধবার রাত ৯টা থেকে রাত ১ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কুমিল্লার গোমতী নদীতে ইজারাবিহীন জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ৩ জন ব্যক্তির প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং এ কাজে ব্যবহৃত ৫ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে ।

এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন কোতয়ালী মডেল থানা এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

এছাড়া লালমাই উপজেলায় পরিচালিত একই ধরনের অভিযানে ১ জন ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটি কাটায় ব্যবহৃত ১ টি ড্রাম টাক জব্দ করা হয়েছে এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ১ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাঈদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন