মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ৭৪ টি

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭৪ টি । যা গতবারের তুলনায় অনেক বেড়েছে। গতবার এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪ টি।

রবিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১৭ সালে এ বোর্ডে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৪ টি। ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১১৯ এ। ২০১৫ সালে ছিল ১৭৬টি এবং ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৬৭।

উল্লেখ্য যে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লক্ষ ১ হাজার ৪৭১ জন। পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। যা গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে । গতবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন।

আর পড়তে পারেন