শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় , পাশের হার ৪৯.৫২%

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৩, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলায় পাশের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। যা গত ৫ বছরের তুলনায় অনেক কমেছে। গতবার পাশের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ।
রোববার (২৩ জুলাই) দুপুর একটায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বছর পাশের হারের দিক থেকে ছেলেরা কিছুটা এগিয়ে। ছেলেদের পাশের হার ৪৯ দশমিক ৫৬ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৪৯ দশমিক ৪৮ শতাংশ।
এ বছর পাশের বিগত বছরগুলোর তুলনায় অনেক কমেছে। ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ, ২০১৫ সালে ছিল ৫৯ দশমিক ৮০ শতাংশ, ২০১৪ সালে ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ এবং ২০১৩ সালে ছিল ৬১ দশমিক ২৯ শতাংশ।
উল্লেখ্য যে, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১ হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লক্ষ ৩৭২ জন। এর মধ্যে ৪৮ হাজার ৪ জন ছেলে ও ৫২ হাজার ৩৬৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেন। এবার পাশ করেছে ৪৯ হাজার ৭০৪ জন। এর মধ্যে ২৩ হাজার ৭৯২ জন ছেলে ও ২৫ হাজার ৯১২ জন মেয়ে পাশ করেছেন।

আর পড়তে পারেন