শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শহরে নকল মাস্ক ও স্যানিটাইজারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২০
news-image

শাহ ইমরানঃ

কুমিল্লা শহরে নকল মাস্ক ও স্যানিটাইজারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি দোকানকে অর্থ জরিমানা করা হয়।

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের রেইসকোর্স ও শাসনগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয় ও ২টি মামলা দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

তিনি বলেন, নকল মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করায় একটি দোকানকে ৩ হাজার টাকা, মা সার্জিক্যাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, বর্ণিত স্থানগুলোতে সকলকে মাস্ক পরিধান করার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

আর পড়তে পারেন