শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শহরের প্রথম করোনা রোগি গত কয়েকদিনে যা করেছেন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে গতকাল সোমবার । নগরীর রাজবাড়ি কম্পাউন্ড পুকুর পাড়ের তার বসবাসরত রৌশন টাওয়ার ভবনটি লকডাউন করা হয়েছে। ওই ভবনের ৫ম তলায় তিনি বসবাস করছিলেন।

রাজগঞ্জে করোনা পজেটিভ হওয়া ব্যক্তি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোসলেম মিয়ার ছেলে । ছেলে মেয়েদের পড়াশুনার জন্য রাজবাড়ীর রৌশন ভিলার ৫ তলায় বাসা ভাড়া করে বসবাস করছেন। মনির হোসেন মালয়েশিয়া থেকে দেশে আসেন ৷ পরে ব্রুনাই যান। গত ৪/৫ মাস আগে ব্রুনাই থেকে দেশে আসেন। এখন সৌদি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

তার মাঝেই করোনা উপসর্গ নিয়েই মনির হোসেন রাজগঞ্জ, স্টেডিয়াম এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরেছেন। এছাড়াও শ্বশুরবাড়ি কালিরবাজারেও গিয়েছেন। দুঃচিন্তার বিষয় হলো তার স্ত্রী সন্তানদের নাকি জ্বর ও কাশি রয়েছে। করোনা আক্রান্তের মাঝে মনির হোসেন রাস্তায় ও বাজারে ঘুরেছেন। সেখানে অনেকজনের সংস্পর্শে গেছেন ।