বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা লায়ন্স ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধি ও এতিম-শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার:
বিশ্বের লায়নদের জন্য অক্টোবর মাসকে সেবার মাস হিসেবে পরিগনিত হয়। এ মাসে লায়নরা দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। লায়ন্স ক্লাব অব কুমিল্লা শুধু অক্টোবর মাসেই নয় বরং সারা মাসেই তাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যায়। তারই অংশ হিসেবে সোমবার বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি আলেখারচর, কুমিল্লার অডিটরিয়ামে ক্লাব প্রেসিডেন্ট ও জেলা গভর্নরের উপদেষ্ঠা লায়ন আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন আমিনুল ইসলাম লিটন এমজেএফ, ফাষ্ট ভাইস জেলা গভর্নর লায়ন এরশাদ হোসেন রানা পিত্রমজেএফ, সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন আলহাজ্ব আবদুল হক, পিডিজি লায়ন সামসুল আলম খোকন, ইভেলুয়েশন কমিটির চেয়ারম্যান মো: নাছিম মাহমুদ এমজেএফ, অক্টোবর সার্ভিস মাসের চেয়ারম্যান লায়ন জহিরুল ইসলাম এবং সেক্রেটারী লায়ন বিধান চন্দ্র সুত্রধর, জেলা গভর্নরের উপদেষ্ঠা লায়ন কে, এম দত্ত, সেক্রেটারী লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, ট্রেজারার মো: সাইদুল ইসলাম ভূইয়া, লায়ন স্বপন ভৌমিক, লায়ন আব্দুল হালিম, জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক কবি ও লেখক মো: আবদুল আউয়াল সরকার। উক্ত অনুষ্ঠান সঞ্চায়লনায় ছিলেন লায়ন অধ্যাপক আলী আহসান টিটু ও লায়ন পিপি আতোয়ার জাহান ভূইয়া ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব কুমিল্লা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লায় বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আর পড়তে পারেন