শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা লাকসামে সরকারি ত্রাণের ট্রাক পুকুরে

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০২০
news-image


অনলাইন
ডেস্ক:

চট্টগ্রাম থেকে লাকসাম অভিমুখী সরকারি ত্রাণবাহী ট্রাক কুমিল্লার নাঙ্গলকোটের লাকসামচৌদ্দগ্রাম সড়কের পরিকোট স্টিল ব্রীজ সংলগ্ন ভুঁইয়া পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় ট্রাকের চালক মিরাজ (৫০) আহত হয়। সোমবার রাতে দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লার লাকসামচৌদ্দগ্রাম সড়কের নাঙ্গলকোটের পরিকোট স্টীল ব্রীজ সংলগ্ন ভুঁইয়া পুকুরে মৎস্য খামারীরা মাছ চাষ করায় পুকুরের পাড় ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যায়। এছাড়া সড়কটির ওই স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় মালবাহী ট্রাক, ট্রাক্টর যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাসসহ ছোটবড় যানবাহনকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অন্যদিকে সড়কটির পূর্বপাশেও মাছের খামার করায় সড়কটি ভেঙ্গে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে।

ঝুঁকিপূর্ণ ওই সড়ক দিয়ে সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে সরকারি ত্রাণবাহী ট্রাক (বি আর টি নংচট্টমেট্রো১১৬১৪৮) লাকসাম যাওয়ার পথে পরিকোট স্টিল ব্রীজ সংলগ্ন ভুঁইয়া পুকুরে পড়ে যায়। খবর পেয়ে রাতেই নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

আর পড়তে পারেন