বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
মে ২২, ২০১৮
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সদরের বাজগড্ডায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে পেয়ার আলী(২৪) ও শরিফ(২৬) নামের ২ জন গুলিবিদ্ধ  হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মে) রাত পৌণে ১ টায় সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় গুলিবর্ষণের শব্দ পাওয়া যায় বলে স্থানীয় সূত্র জানায়। সেখান থেকে মরদেহ দুটি নিয়ে গেছে পুলিশ।

নিহত পেয়ার আলী কুমিল্লা সদরের শুভপুর এলাকার আলী মিয়ার ছেলে ও নিহত শরিফ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার  মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহতরা সন্ত্রাসী, নাকি ডাকাত  কিংবা মাদক ব্যবসায়ী কিনা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা একাধিক গুলিবর্ষণের শব্দ শুনতে পায়। পরে দুটি গুলিবিদ্ধ যুবকের দেহ নিয়ে পুলিশের কয়েকটি গাড়ি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে কর্মরত বিল্লাল হোসেন জানান, রাত সোয়া ১ টায় থানা পুলিশ গুলিবিদ্ধ দুটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

আর পড়তে পারেন