শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মুক্ত দিবসে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা। কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নগরীতে বিজয় র‌্যালি বের করা হয়।

রোববার সকালে নগরীর টাউন হল মাঠ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

পরে বিজয় র‌্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নগর উদ্যানস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিম সুপার আজিম উল আহসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালন করা হয়।

আর পড়তে পারেন