বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মহানগরীর ২৩ ও ২৪ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে করার দাবীতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পতিভাবে করে কৃষকের কৃষি জমি রক্ষাসহ এলাকার পরিবেশ বজায় রাখার দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা সিটির ২৩ ও ২৪ নং ওয়ার্ডবাসী।

সোমবার বেলা ১২ টায় নগরীর ২৩ নং ওয়ার্ডের বাতাবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষাথী ও স্থানীয়রা এ মানববন্ধন করা হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জাম্মেল হক, সমাজসেবক আবুল কালাম, হাসান পিন্টু, মোশাররফ হোসেন ভূইয়া, বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয়।

বক্তারা বলেন, লালমাই পাদদেশ থেকে আসা ড্রেনটি বিভিন্ন স্থানে সাবড্রেনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বাসা বাড়ী, কৃষকের জমির ছেড়ে দিয়ে কৃষি জমি ক্ষতি ও পরিবেশ নষ্ট করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী সাব ড্রেনের মাধ্যমে অন্যত্র পানি না ছেড়ে মূল ড্রেনের পানি যাতে ঘুংঘুর ছড়ি খালে গিয়ে পড়ে। এতে এলাকার পরিবেশ ও কৃষকের কৃষি জমি রক্ষা পাবে। এ ব্যাপারে কুমিল্লা সিটি মেয়রের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

আর পড়তে পারেন