মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মর্ডান হাই স্কুলে করোনা ভাইরাস প্রতিরোধক সচেতনমূলক লিফলেট বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০২০
news-image

 

শাহ ইমরানঃ

করোনা ভাইরাস মহামারী আকারে রুপ নিয়েছে। এ ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার আগেই আমাদেরকে সচেতন হতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা মর্ডান হাই স্কুলে জেলা প্রশাসকের উদ্যোগে করোনা ভাইরাস ও ডেঙ্গু মশা থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর ও মর্ডান হাইস্কুলের শিক্ষক মন্ডলী।

শিক্ষার্থীদের উদ্দ্যেশে জেলা প্রশাসক বলেন, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো এখনো করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কার্যকরী কোন ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হয় নি। তবে তা নিয়ে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। নিয়ম মেনে পরিস্কার -পরিছন্ন থাকলে আমরা এ ভাইরাস থেকে রক্ষা পেতে পারি।আমরা নিজেরা সচেতন হবো-পরিবার পরিজনসহ অন্যদেরকেও সচেতন করবো। কারন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা গ্রহণের চেয়ে আমরা যেন সংক্রমিত না হই সেভাবে চলাচল করোবো।প্রধান শিক্ষকও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আর পড়তে পারেন