শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স— সবচেয়ে খরুচে দলে তারাদের ভিড়

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্কঃ
আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ষষ্ঠ আসরকে সামনে রেখে দলগুলো সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজেদের সামর্থ্য অনুযায়ী দল গড়ার পর এবার ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে মাঠের অনুশীলনের মাধ্যমে। ইতোমধ্যে বিদেশি তারকারাও বাংলাদেশে আসা শুরু করেছেন।

বিপিএলের ষষ্ঠ আসরে কেমন দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো? কোন ফ্র্যাঞ্চাইজির শক্তির জায়গাই বা কোথায়? প্লেয়ার ড্রাফটে কার খরচই বা কেমন হয়েছে? এসব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পঞ্চম পর্বে থাকছে বিপিএলের অন্যতম জনপ্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সম্পর্কে বিস্তারিত।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Comilla Victorians)

একবারের শিরোপা জেতা দলটির বিপিএল যাত্রা শুরু হয় ২০১৫ সালে। সেবারই মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আসে চ্যাম্পিয়নশিপ। পরের বছর মাঠের ক্রিকেটে খুব বাজে সময় কাটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল জায়গা করে নিতে পারেনি শেষ চারেও! ঐ ব্যর্থতা ভুলে গত আসরে তামিম ইকবালের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় জনপ্রিয় দলটি। ১২ ম্যাচের ৯টিতেই জিতে রাউন্ড রবিন লিগের শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বে দারুণ খেলেও অবশ্য সন্তুষ্ট থাকতে হয় তৃতীয় স্থান নিয়ে।

গত আসরের মত এবারও বেশ শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একইসাথে দলে রয়েছে চমকও। সব মিলিয়ে স্কোয়াড বিচারে শিরোপার প্রত্যাশা করা দলগুলোর মধ্যে কুমিল্লার নাম থাকতে পারে সবার উপরে।

অধিনায়ক-আইকন
গত আসরের আইকন ক্রিকেটার তামিম ইকবাল এবারও রয়েছেন দলে, যথারীতি আইকন ক্রিকেটার হয়েই। অধিনায়কত্বের বাহুবন্ধনীটাও যে তার হাতেই থাকবে সেটি তো বলা বাহুল্য। দলে আছেন স্টিভ স্মিথের মত সাবেক অজি ক্রিকেটার। তার বিচক্ষণতা কাজে লাগাতে পারলে নিজের অধিনায়কত্বের গুনকে হয়ত আরও ভালোভাবে জাহির করতে পারবেন তামিম।

ভরসা যাদের উপর
ভরসা করার মত মুখ এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে অনেক। বড় নামে ভরপুর দলটি সেরা একাদশ বানাতে গেলেও বাইরে রাখতে হবে অনেক তারকাকে! দেশিদের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শহীদ, জিয়াউর রহমান, শামসুর রহমানের মত জাতীয় দলের সব সাবেক-বর্তমান ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। বিদেশিদের তালিকা ঘাঁটতে গেলে জাগবে আরও বিস্ময়। সেখানে যে স্টিভ স্মিথ, শোয়েব মালিক, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইসের মত মহাতারকাদের ছড়াছড়ি! সব মিলিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ফেভারিট না হয়েই হয়ত মাঠে নামতে হবে অন্য দলগুলোকে। ২৮ অক্টোবরের প্লেয়ার ড্রাফটে দলটির মোট খরচ ৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ টাকা দেশি ক্রিকেটারদের কিনতে এবং ৪ কোটি ৯৮ লাখ টাকা বিদেশি ক্রিকেটারদের কিনতে খরচ করা হয়েছে। প্রসঙ্গত, এবারের বিপিএলে সবচেয়ে খরুচে দলও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সূচি
প্রথম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
০৬.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স
০৮.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স
১১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস
১৩.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দ্বিতীয় ধাপ (সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম)
১৫.০১.২০১৯ সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
তৃতীয় ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
২১.০১.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রাজশাহী কিংস
২২.০১.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
চতুর্থ ধাপ (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
২৮.০১.২০১৯ খুলনা টাইটান্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২৯.০১.২০১৯ চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
পঞ্চম ধাপ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
০১.০২.২০১৯ ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
০২.০২.২০১৯ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স

স্কোয়াড

তামিম ইকবাল (আইকন ক্রিকেটার), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডওসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমাখাই, আমের ইয়ামিন, স্টিভ স্মিথ।

আর পড়তে পারেন