মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে জেএসসি পরীক্ষায়ও ভরাডুবি, পাশের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলায় এসএসসি, এইচএসসি পরীক্ষার পর জেএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি হয়েছে। এ বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাশের হার ৬২ দশমিক ৮৩ শতাংশ। যা গত চার বছরের তুলনায় অনেক কম।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রমতে, এ বছর এ বোর্ডে ২ লক্ষ ৬১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে । যার মধ্যে ছেলে ১ লক্ষ ৮ হাজার ৫০৪ জন এবং মেয়ে ১ লক্ষ ৫৩ হাজার ২৪৯ জন। পাশ করেছে ১ লক্ষ ৬৪ হাজার ৪৫৬ জন, যার মধ্যে ৭০ হাজার ৩৭৪ জন ছেলে ও ৯৪ হাজার ৮২ জন মেয়ে ।

এবার পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ৬৪ দশমিক ৮৬ শতাংশ ছেলে ও ৬১ দশমিক ৩৯ শতাংশ মেয়ে পাশ করেছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালে পাশের হার ছিল ৮৯ দশমিক ৬৮ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ, ২০১৪ সালে পাশের হার ছিল ৯৩ দশমিক ৭৫ শতাংশ এবং ২০১৩ সালে পাশের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ ।

আর পড়তে পারেন