শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা, বি-বাড়িয়া, নোয়াখালিসহ ৬ জেলায় চালু হচ্ছে ভারতীয় ভিসা রিসিভিং সেন্টার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩১, ২০১৮
news-image

শাহ ইমরানঃ
অচিরেই কুমিল্লা নগরীতে স্থাপিত হতে যাচ্ছে ভারতীয় ভিসা গ্রহণ কেন্দ্র। কবে চালু হবে এটি তা এখনোও সুর্নিদিষ্ট করে জানা যায়নি। তবে এর জন্য স্থান স্থান নির্ধারণ ও জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার পাশাপাশি বি-বাড়িয়া, নোয়াখালি, বগুড়া , ঠাকুরগাও ও সাতক্ষীরা জেলাতেও ভিসা রিসিভিং সেন্টার চালু হতে যাচ্ছে ।

কুমিল্লায় ভিসা রিসিভিং সেন্টার স্থাপনের জন্য ১ হাজার থেকে দেড় হাজার বর্গফুট স্থান খুঁজে ৮ আগষ্ট জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ২৭ আগষ্ট সেই সময় শেষ হয়েছে। এছাড়া  স্নাতক পাশ ও কম্পিউটারের উপর বেসিক ধারণা আছে এমন যোগ্যতা সম্পন্ন লোককে “ভিসা এক্সিকিউটিভ ” পদে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন– www.sbibd.com, www.ivacbd.com

তবে কবে নাগাদ এ ভিসা রিসিভিং সেন্টার চালু হবে তা এখনো স্পষ্ট নয় বলে সূত্র জানিয়েছে।

আর পড়তে পারেন