শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গ্রামীণফোনের ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভাল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামীণফোনে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও সুযোগ নিয়ে এবং একইসাথে গ্রামীণফোনের ডিজিটাল সব পণ্য ও সেবা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার সেশন এবং ডিজিটাল কার্নিভালের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। ধারাবাহিক এ আয়োজনের অংশ হিসেবে কুমিল্লা ও চট্টগ্রামের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ে এ ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভালে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড শেখ মোকসেদুর রহমান। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কুমিল্লা রিজিওনাল সেলস হেড মোঃ আতিকুল হোসেন। ক্যারিয়ার সেশনে বক্তারা দেশের সম্ভাবনাময় ডিজিটাল খাতে তরুণদের ক্যারিয়ার গঠনে উৎসাহী করতে আলোচনা করেন। পাশাপাশি গ্রামীণফোনে চাকরির সুযোগ নিয়েও কথা বলেন বক্তারা।

 ক্যারিয়ার সেশনের পর অনুষ্ঠিত ডিজিটাল কার্নিভালে শিক্ষার্থীদের গ্রামীণফোনের  বর্তমান বিভিন্ন ডিজিটাল এ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে গ্রামীণফোনের রিজিওনাল সেলস হেড মোঃ আতিকুল হোসেন বলেন, দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের জীবনের মানোয়ন্নের ব্যাপারে সচেষ্ট। আর এখনকার শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। ডিজিটাল এ্যাপ্লিকেশনগুলো শিক্ষার্থীদের আমাদের চারপাশে বিদ্যমান অনেককিছু নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। নতুন ধারণায় উজ্জীবিত সেই সব তরুণদের সাথে আমরা কাজ করতে চাই। আর এজন্যই আমরা প্রাথমিকভাবে চট্টগ্রামের ১২টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার সেশন ও ডিজিটাল কার্নিভালের আয়োজন করেছি।’

 

 

 

 

আর পড়তে পারেন