মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকির বাঁচতে চায়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৯
news-image

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের দশম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) মেধাবী শিক্ষার্থী জাকির হোসাইন বেশ কয়েকদিন যাবৎ ‘হেপাটাইটিস-বি’এর আক্রমনে “লিভার সিরোসিস” সমস্যায় ভুগছেন। জাকির বর্তমানে ঢাকার বিআরবি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তার চিকিৎসার জন্য প্রায় ৪০ লক্ষ টাকা দরকার যা জাকিরের পরিবারের ক্ষেত্রে বহন করা অসম্ভব।

জানা যায়, কয়েকদিন আগে জাকির হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ডাক্তারের শরণাপন্ন হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার পরে ডাক্তার জানায়, জাকির হেপাটাইটিস-বি তে আক্রান্ত হয়ে লিভার সিরোসিসে ভুগছেন। জাকির গত ১০ জুলাই থেকে অচেতন অবস্থায় বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রতিদিন শুধুমাত্র আইসিইউতে রাখা ও ওষুধ বাবদ খরচ হয় ৬০-৭০ হাজার টাকা।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরের চিকিৎসা যত দ্রুত সম্ভব করাতে হবে। তার জ্ঞান ফেরাটা এখন জরুরী। তার চিকিৎসা এবং আনুষঙ্গিক খরচসহ প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। এমনকি এর বেশিও প্রয়োজন হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর চিকিৎসা করাতে হবে অন্যথায় তাকে বাঁচানো সম্ভব হবে না।

জাকিরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামে। পরিবারের পাঁচ ভাইদের মধ্যে সবার ছোট জাকির। তার বাবা একজন পল্লী চিকিৎসক ও মা গৃহিণী। এ অবস্থায় এতো টাকা সংগ্রহ ও তার চিকিৎসার জন্য ব্যয় করা নিতান্তই অসম্ভব তার পরিবারের পক্ষে। তাই তার পরিবার ও তার সহপাঠীরা হাত বাড়িয়েছে সমাজের বিত্তবানসহ সব পেশার মানুষদের কাছে। সবার একটু সহযোগিতায়ই আমাদের মাঝে ফিরি আসতে পারে জাকির। ইতোমধ্যে জাকিরের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য নেমে পড়েছে তার সহপাঠীরা।

জাকির হোসাইনের চিকিৎসার জন্য সাহায্য পাঠাতেঃ
বিকাশ (পার্সোনাল): ০১৭৬৪৫১৮৪৭০, ০১৬৮৮৩১৫২৮৮।
রকেট (ডাচ বাংলা): ০১৮৪৬৬৮২৪৩৬২, ০১৮৪৫৭১০৭১২১।

আর পড়তে পারেন