বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে চার বিষাক্ত সাপ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে বিষাক্ত সাপ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কয়েকজন ওঝা তল্লাশি চালিয়ে ৪ টি সাপ বের করে। সাপ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের গুদাম ঘরে কয়েকদিন যাবত দুর্গন্ধ আসতে থাকে। দায়িত্বশীল কর্মকর্তারা বিষাক্ত সাপ আছে মনে করে ওঝাকে খবর দেয়া হয়। কয়েকজন স্থানীয় ওঝা এসে তল্লাশি চালায় গুদাম ঘরে। তল্লাশির পর ৪ টি বিষাক্ত পানুক সাপের বাচ্চা পাওয়া যায়। ওঝা নজরুল ইসলাম বলেন,’আমরা খুঁজে চারটি সাপের বাচ্চা পেয়েছি। ভেতরে আর কোনো সাপ নাই।

ওঝা সাপ নেই বললেও প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন আমাদের মনে হয় ভেতরে বড় সাপ রয়ে গেছে। আমরা ভয়ে প্রশাসনিক কাজ করতে পারছিনা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন,’আমরা খুবই আতঙ্কে আছি। সাপ পাওয়ার পর থেকে নিরাপত্তা হীনতায় ভুগছি। কারণ আমাদের গুদাম ঘরে একটু পর পর খাতা আনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, কর্মকর্তাদের যেতে হয়।

আর পড়তে পারেন